ইন্টারনেট স্পিড বাড়ান খুব সহজেই



                                  সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়ান



সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়ান> আসাআসসালামুয়ালাইকুম ,কেমন আছেন সবাই !! আশা করি ভাল আছেন ।আজ আপনাদের জন্য সুন্দর একটা পোষ্ট নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভাল লাগবে। আজ আমার পোস্ট হল সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়ান নিয়ে। আশা করি আপনাদের উপকারে আসবে। আর কথা নয় , শুরু করা যাক তাহলে …………… আমরা ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য অনেকেই অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি। আমি এখন আপনাদের যে ট্রি্পস টি দিব তা হল সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়াতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যায়। … ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ইন্টারনেটের স্পিড ২০% কে বাড়িয়ে ১০০% করবো। ■যেভাবে করবেনঃ ক) স্টার্ট মেনু থেকে Run এ ক্লিক করুন। gpedit.msc টাইপ করে এন্টার দিন। খ) তারপর group policy editor ওপেন হবে. এখন, Local Computer Policy >> Computer Configuration >> Administrative Templates >>Network >> QOS Packet Scheduler >> Limit Reservable Bandwidth এ যান । গ) Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে। এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন। OK করে বের হয়ে আসুন। এখন তাহলে আর আপনার কম্পিউটারে আর ২০%স্পিড রিসার্ভ করা থাকবেনা। চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইতিপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে যায়। কিন্ত আকন স্লো হবে না। ► মনে রাখবেন পিসিতে যত কম সফটওয়্যার ইন্সটল করবেন পিসির উইন্ডোজ তত ভাল Performance দিবে। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ্‌ হাফেয।

No comments:

Post a Comment