এখন আমি এন্ড্রয়েড মোবাইল রুট করার প্রসেস নিয়ে কথা বলব

রুট করুন যেকোন মোবাইল, ইন্সটল করুন কাস্টম রিকোভারি, করুন রোম ব্যাকআপ অ্যান্ড রিষ্টর খুব সহজে


রুট করুন যেকোন মোবাইল, ইন্সটল করুন কাস্টম রিকোভারি, করুন রোম ব্যাকআপ অ্যান্ড রিষ্টর খুব সহজে






রুট করার পূর্বে কিছু কথা বলি। আপনি যদি না জানেন রুট কি তাহলে এই লিঙ্কে ক্লিক করুন ,তাই আমি আর বিস্তারিত বললাম না।

আজকে আমি যেই রুট প্রসেসটা আপনাদেরকে দিচ্ছি তা হচ্ছে Framaroot প্রসেস। এইটি একটি APK ফাইল যার মাধ্যমে আপনি আপনার মোবাইল রুট করতে পারবেন। তবে মজার কথা হল যে এই প্রসেসের মধ্যে আপনাকে কম্পিউটারের প্রয়োজন পড়বে না। তবে রুট করার জন্য আপনার মধ্যে কিছু সাহস, আর ভয় দূর করতে হবে মন থেকে। তাহলে আপনি করতে পারবেন।

যা যা করতে হবে আপনাকে –
  • প্রথমে APK ফাইলটি ডাউনলোড করুন
  • ইন্সটল করুন এবং ওপেন করুন।
  • Install SuperUser এ Tap করুন।
  • Boromir এ Tap করুন।
  • OK Tap করুন
  • Reboot করুন আপনার ফোনটি।
Reboot করার পর যদি মেনুতে যদি SuperSU App টি দেখতে পান তাহলে আপনার এই অ্যাপটি ইন্সটল করার প্রয়োজন হবে না। আর যদি না থাকে থাহলে এই অ্যাপটি আপনাকে ইন্সটল করতে হবে। তার পূর্বে আপনি Root Check pro software এর মাধ্যমে যাচাই করে নিতে পারবেন যে আপনার মোবাইল রুট হয়েছে কি না। পাশাপাশি এই সফট ইন্সটল করে রাখা ভাল তাই ইন্সটল করে রাখুন BusyBox।

    ডাউনলোড করুন এই অ্যাপ গুলো
  তো হয়ে গেল আপনার মোবাইল রুট। এইভাবে ৯০% মোবাইল রুট সম্ভব হয়েছে। কোন সমস্যা হোলে কমেন্ট করতে পারেন 

এখন ইন্সটল করুন কাস্টম রিকভারি

এখন রুট করা শেষ এখন ভাল লাগছে না স্টক রমে থাকতে। কাস্টম রোম দিব তাই এখন কি করবেন। আপনি যদি না জানেন কাস্টম রোম কি তাহলে কমেন্ট করবেন। কাস্টম রোম ইন্সটল করার জন্য আপনাকে কাস্টম রিকভারি ইন্সটল করতে হবে। তাহলে আপনি কাস্টম রোম ইন্সটল করতে পারবেন।
কাস্টম রিকভারি ইন্সটল করার জন্য আপনাকে এই APK ফাইলটি আপনার মোবাইলে ইন্সটল করতে হবে। অ্যাপটি হল MobileUncle Tools

যা যা করতে হবে আপনাকে –
  • MobileUncle Tools অ্যাপটি ডাউনলোড করুন
  • অ্যাপটি ইন্সটল করুন এবং ওপেন করুন। আপনার কাছে সুপার ইউজারের রিকুয়েস্ট আসবে Allow করুন।
  • রিকভারি আপডেট সিলেক্ট করুন।
  • আপনার মোবাইলের জন্য ডাউনলোড করা রিকভারি দেখাবে, সিলেক্ট করুন।
  • Ok Select করুন।
  • আপনার ফোন বন্ধ হয়ে যাবে এবং রিকভারি মোড অন হবে।

  বিশেষ দ্রষ্টব্য –
  • অনেক সময় দেখা যায় যে আপনার ডাউনলোড করা রিকভারি ফাইলটি কি ফরমেটে থাকবে আপনি জানেন না। তাই এখন যা বলছি তা ভাল করে বুঝে নিন। আপনি অনেক ডাউনলোড সোর্স থেকে ডাউনলোড করবেন। সেই খানে ফাইল গুলো .zip / .rar etc আকারে থাকতে পারেন। তবে এইটা আপনার মুল ফাইল নয়। আপনার মুল ফাইল হচ্ছে .img । তাই প্রথমে ডাউনলোড করা ফাইল যদি যিপ আকারে থাকে তাহলে তা আগে আনযিপ করে নিন। ESFile manager ব্যবহার করেন। এই ফাইল ম্যানেজারের মধ্যে যিপ ফাইল আনযিপ করার অপশন রয়েছে। এখন আনযিপ করে .img ফাইলটি আপনার  SD কার্ডের রাখুন কোন ফোল্ডারে রাখবেন না। তা না হলে মোবাইল আঙ্কেলে আপনার রিকভারি দেখাবে না।
  • আপনার মোবাইলের জন্য করা রিকভারি কাজ করবেন অন্য গুলো কাজ করবে না। যদি অন্য গুলো ব্যবহার করেন কিছু আসবে না। ভয় পাবেন না মোবাইল ব্রিক করবে না।
  • মোবাইল আঙ্কেল ওপেন করার সময় ইন্টারনেট অফ রাখবেন। তা না হলে নেট থেকে আপনার রিকভারি সার্চ করবে আপনার রাখা রিকভারি আপনি খুজে পাবেন না।
এগুলো করার পর আপনি আপনার মোবাইলে কাস্টম রিকভারি ইন্সটল করে ফেলেছেন।
রিকভারি নিয়ে একটু কথা বলি। আপনার রিকভারি ফাইলটি কে আমরা CWM (Clock Work Mood) , TWRP (Team Win Recovery Project) বলে থাকি। এখন প্রতিটা মোবাইলের জন্য আলাদা আলাদা রিকভারি প্রয়োজন হয়। সব রিকভারি সব মোবাইলে কাজ করে না বা সাপোর্ট করে না। তাই আপনার মোবাইলের জন্য কোন রিকভারি প্রয়োজন তা আপনাকে গুগলে সার্চ করে খুজে নিতে হবে বা আমাদের গ্রুপে পোস্ট করেন হেল করা হবে। তবে আপনার মোবাইলের জন্য কোন রিকভারি টি প্রয়োজন এই নিয়ে একটি পোস্ট হবে তাই এখন আমরা সেই বিষয় আলোচনা করছি না। পোস্ট করা হলে লিঙ্ক অ্যাড করা হবে।

ইন্সটল করুন আপনার মোবাইলে কাস্টম রোম

এখন আপনি আপনার মোবাইলে কাস্টম রোম ইন্সটল করতে চাচ্ছেন। কিন্তু কিভাবে তা আসলে বুঝতে পারছেন না। সমস্যা নেই আপনি করতে পারবেন

কাস্টম রোম ইন্সটল করার জন্য আপনাকে যা যা করত হবে –
    • রিকভারি মোডে প্রবেশ করুন।
    • কিভাবে প্রবেশ করবেন? আপনার মোবাইল বন্ধ করুন। ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন ধরে মোবাইল অন করুন।দেখবেন রিকভারিতে প্রবেশ করবে। তবে বলে রাখা ভাল যে এক এক মোবাইলে এক এক প্রসেস রিকভারিতে প্রবেশ করার। তাই কোন মোবাইলে কিভাবে প্রবেশ করবেন দেখে নিন –

১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button



  • ভলিউম বাটন উপরে নিচে ক্লিক করলে উপরে নিচে যেতে পারবেন। টাচ রিকভারি হলে ট্যাপ করুন।
  • Wipe data/factory reset ওপেন করুন। ইয়েস করুন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করুন সম্পুর্ন হওয়া পর্যন্ত।
  • Wipe cache partition ওপেন করুন। ইয়েস করুন।
  • Advance ওপেন করুন। নতুন মেনু আসবে।
  • এখন wipe dalvik cache ওপেন করুন। ইয়েস করুন।
  • wipe battery stats ওপেন করুন। ইয়েস করুন।
  • ব্যাক বাটন ধরে আগের মেনুতে আসুন।
  • এখন install zip from sdcard ওপেন করুন
  • choose zip from sdcard ওপেন করুন।
  • এখন আপনার SD card এর ভেতর প্রবেশ করেছে রিকভারি। আপনার মোবাইলে আপনি যেই কাস্টম রোম ইন্সটল করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। ওপেন করুন। ইয়েস দিয়ে ইন্সটল করুন।
  • ইন্সটল হয়ে গেলে অনেক সময় নিজে নিজে রিবুট নিবে। যদি না হয় মেনুয়েল ভাবে রিবুট করুন আপনার জন্য ভাল।
  • ইন্সটল করা কাস্টম রোম ওপেন হবে, কিছু সময় নিয়ে যেহেতু প্রথম বার। এখন কাস্টম রোমের মজা উপভোগ করুন।


বিশেষ দ্রষ্টব্য –
    • আপনার মোবাইলের জন্য কাস্টম রোম ডাউনলোড করে নিন নেট থেকে।
    • ডাউনলোড করে তা আপনি আপনার মোবাইলের SD কার্ডের রাখুন কোন ফোল্ডারে রাখতে চাইলে রাখতে রাখবেন। তবে কোন ফোল্ডারে না রাখা উত্তম।
    • অনেক সময় আপনার মোবাইলে কাস্টম রোম দিয়ে গিয়ে প্রবলেম হতে পারে, বা কাস্টম রোম দেওয়ার পর দেখতেছেন যে বুট লোগোতে আপনার মোবাইল আটকে আছে। এগুলো আসলে কাস্টমে প্রবলেম হবে এই ধরনের সমস্যা হতে পারে। তবে ভয় পাবেন না। ভিত হওয়ার কিছু নেই। আপনার রোমে প্রবলেম হয়েছে, মোবাইলে না। আপনার কাস্টম রিকভারি থেকে আপনি চাইলে নতুন করে নতুন কাস্টম রোম দিতে পারবেন অথবা আপনার স্টক রমের ব্যাকআপ থেকে রিকভার করতে পারবেন। কিভাবে ব্যাকআপ করবেন তা নিচে দেওয়া আছে।
    • মোবাইলে ৭০% + চার্জ রাখার চেস্টা করবেন।
    • কাস্টম রোম ইন্সটল করার পূর্বে যেখান থেকে আপনি ডাউনলোড করবেন সেইখানে কোন ইন্সট্রাকশান আছে কিনা তা ভাল করে খেয়াল করবেন। এক এক কাস্টম রমের জন্য এক এক রোম প্রসেস থাকতে পারে তাই দেখে নেওয়া ভাল।
    • সম্পুর্ন বিষয় গুলো ভাল করে আগে বুঝে নিবেন যদি আপনি নতুন হন।

এখন রাখুন রোম ব্যাকআপ আর সমস্যা হলে করুন রিষ্টর



হতাট কোন সমস্যা হবে, মোবাইল ব্রিক করলে, রোম ক্রাস করলে তখন আগের অবস্থাতে ফিরে যাবার জন্য রোম ব্যাকআপ করা লাগে। তাই এমন সমস্যা হলে আগের অবস্থাতে ফিরে যেতে হলে এই ব্যাকআপ রাখা জরুরি। আপনি চাইলে যে কোন রোম ব্যাকআপ করতে পারবেন এবং ব্যাকআপ করতে পারবেন একাধিক বার। তবে তা রাখার জন্য আপনার মেমরি কার্ডে জায়গা থাকতে হবে। আপনি চাইলে ব্যাকআপ করে অন্য কথায় সরিয়ে রাখতে পারেন যদি আপনার ভবিষ্যতে কাজে লাগে সেই জন্য। আপনার মেমরিতে ব্যাকআপ রাখার জন্য সর্বনিম্ম ১ গিবি জায়গা খালি রাখা উচিত। তবে ব্যাকআপ ফাইল সাইজ নির্ভর করে আপনার রোমের উপর। যদি বেশি অ্যাপ ইন্সটল থাকলে জায়গা বেশি খাবে। কম থাকলে কম খাবে।


এখন আমরা যেনে নেই কিভাবে রোম ব্যাকআপ করবেন – 
    • রিকভারি মোডে প্রবেশ করুন।
    • backup and restore ওপেন করুন।
    • backup এ tap করুন বা সিলেক্ট করুন।
    • ব্যাকআপ শুরু হবে, ৬-১০ মিনিট সময় লাগবে। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।


হয়ে গেল আপনার রোম ব্যাকআপ। তবে পর্যাপ্ত পরিমান জায়গা না থাকলে আপনার রোম ব্যাকআপ হবে না।
এখন বলি কিভাবে রিষ্টর করবেন
    • রিকভারি মোডে প্রবেশ করুন।
    • backup and restore ওপেন করুন।
    • restore এ tap করুন বা সিলেক্ট করুন।
    • ব্যাকআপ শুরু হবে, ৬-১০ মিনিট সময় লাগবে। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

হয়ে গেল আপনার মোবাইল রিষ্টর।
আজকে আমি অনেক কিছু বলে ফেললাম। তবে আসা করছি এই লেখা গুলোর মাধ্যমে আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে। কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। সমস্যা থাকে কমেন্ট করবেন। আমি চেস্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। বিস্তারিত কোন সমস্যা থাকলে আমার ফেসবুকে নকড করুন,চেস্টা করব সমাধান করার।আমাকে fb তে  পাইতেএইখানে ক্লিক করুন
আবার আসব নতুন কোন পোস্ট নিয়ে। তত দিন ভাল থাকবেন,সুন্দর থাকবেন এই আশাই রইল<<<।

1 comment: